Android Launcher

এন্ড্রয়েড লান্চার
আজ আলোচনা করবো এন্ড্রয়েড ফোনের লান্চার বিষয় নিয়ে। আমরা অনেকেই রয়েছি যে ভিবিন্ন ধননের লন্চার ব্যাবহার করি। কিন্তু এর অন্যতম ক্ষতিকর বা সুবিধাযনক বিষয় রয়েছে- কিন্তু তা আমাদের অনেকেরই অজানা রয়েছে।
বর্তমান সময়ের কিছু জনপ্রিয় লান্চারের নাম দেওয়া হলো নিচে—
1.             Next Launcher
2.           Go Launcher
3.           Launcher 7
4.           Launcher 8
5.           ADW Launcher Ex
6.           windows 8 Launcher
7.           Windows phone Launcher
8.           Windows 7 Launcher
9.           Photo club
10.     Smart Launcher
এ ধরনের লান্চার যারা ব্যাবহার করতেছেন তাদের কিছু ‍সুবিধা বা কিছু অসুভিধার কথা যানাবো।


(Launcher)লান্চার ব্যাবহারের কিছু সুবিধা---
লান্চার ব্যাবহারের ফলে আপনার মোবাইলকে আরো আকর্শনিয় করে তলুন-কারন লান্চার ব্যাবহার করলো আপনার মোবাইল আরো অনেক সুন্দর হয়ে যাবে। এই লন্চার ব্যাবহারের ফলে আপনার মোবাইরের এপ্লিকেশনগুলোর মুভিং সিস্টেম চেন্জ করতে পারবেন। বিভিন্ন্ ধরনের মুভিং স্টাইল দিতে পারবেন। যার ফলে মোবাইলের সুন্দ্রযো আরো হাজারো গুনে বেড়ে যাবে।
এবং মোবাইলে যে ফিচার গুলি থাকবে  তার থেকে অনেক ধরনের ফিচার ব্রিধ্যি পাবে। যার ফলে আপনার মোবাইলকে নিজের ইচ্ছামত সাজাতে পারবেন ।
শুধুযে এতটুকু তা নয় বরং আরো হাজারো রকমের ফিচার রয়েছে যা হয়তো ব্যাবহার করার পরেই জানতে পারবেন।

(Launcher) লান্চার ব্যাবহারের কিচু অসুবিধা====
1.             আস্তে আস্তে মোবাইল স্লো হয়ে যায়।
2.           ব্যাটারির চারয দ্রুত শেষ হয়ে যায়।
3.           ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যা।
4.           ডিসপ্লে লাইটিং সমস্যা হয়।
5.           রেম এর ক্ষমতা দিন দিন কমে যায়।

প্র্ শ্ন্- লান্চার ব্যাবহার করা ভাল নাকি খারাপ এর ফাইনাল সমাধানকি?


উত্ত্র:- আসলে লন্চার ব্যাবহার করা যায় কিছু সময়ের জন্য্ । যেমন ধরুন কোন বন্ধুদের কাছে যাবেন বা কোন অনুষ্ঠানে যাবেন যে সেক্ষেত্রে ব্যাবহার করতে পারেন এবং পরে আবার লান্চারটি ডিজেবল করে দিবেন। তবে সব থেকে ভাল হয় যদি আপনি আপনার মোবাইলের ডিফাউল্ট্ যে লন্চারটি থাকে সেটি ব্যাবহার করা। এতে কোন ধরনের সমস্যা পরতে হয়না । তার পরেও যদি আপনার লন্চার ব্যাবহার করতেই হয় তবে আপনি উপরে যে লন্চার গুলির নাম দেওয়া আছে সেগুলির থেকে যে কোন একটা ব্যাবহার করতে পারেন। তবে মনে রাখবেন সাময়িক সময়ের জন্য্ ব্য্বহার করবেন। শুভ কামনা রইলো আপনার জন্য্।

লান্চার ব্যাবহার অবস্থায় মোবাইলের কিছু ছবি। 

No comments

Theme images by tomograf. Powered by Blogger.