কম্পিউটারে বা মোবাইলে স্ক্রিন শর্ট নেওয়ার জন্য করনিয়--

বর্তমান সময়ে স্ক্রিন শর্ট একটা জনপ্রিয় বিষয়। একজন আকেজনকে হেল্প করার জন্য স্ক্রিন শর্ট যদুকারি ভাবে উপকার করে... কিন্তু আমরা অনেকেই এই স্ক্রিন শর্ট সম্পের্কে জানিনা। আজ আমরা জানবো কিভাবে কম্পিউটরে বা মোবাইলে স্ক্রিন শর্ট নেওয়া হয়। চনূন তাহলে-
প্রথমেই আমাদের এটা বিষয় জানা একান্তুই প্রয়েযন আর তা হল স্ক্রিনশর্ট কি? চলুন আগে আমারা এই প্রশ্নের উত্তর দেখেনেই তার পর সামনের দিকে যাই।

স্ক্রিনশর্ট কি?

           স্ক্রিনশর্ট হচ্ছে আপনার মনিটরের বা আপনার মোবাইলের একটা ছবি।যে ছবিটা ভিতর থেকে তোলা হয়।
মোবাইলের বাইরে থেকে অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিনের ছবি যদি অন্য মোবাইল দিয়ে তোলেন তহলে হয়তো বাকা হয়ে যাবে বা মোবাইলে বডার সহ ছবি ক্যাপচার হবে পক্ষান্তরে যদি স্ক্রিনশট নিন তাহলে আপনার মোবাইলে ভিতরথেকে ছবিটি তোলা হবে।  এবং দেখতে ঠিক একরম লাগবে
































স্ক্রিনশটের প্রয়যনীয়তাঃ


স্ক্রিনশটের প্রয়োযনীতা অনেক রয়েছে আমি এসম্পর্কে বেশি আলোচনা করবোনা।  তবে আপনাদের সাধারন একটা উদাহরনের মাদ্ধমে বুঝিয়ে দিব। মনে করুন আপনি একটি ভিডিও দিখেছেন ভিডিওটি চলমান অবস্থায় ঠিক একটি অংশ্য আপনার সামনে শো করেছে যেটাকে আপনি ওই ভিডিওর মদ্ধেথেকে ক্যাপচার করে পিকচার হিসেবে রাখতে চাচ্ছেন,  আর হুমম ঠিক এই কাজটির জন্য আপনার অবশ্যই স্ক্রিনশট নিটে হবে। আপনি স্ক্রিনশট ব্যাতিত কোন ভাবেই এই কাজটি করতে পারবেননা।



স্ক্রিনশট নেওয়ার নিয়ম বা পদ্ধতিঃ


আমরা সাধারনত দুইটি ডিভাইস ব্যাবহার করে থাকি যার একটি হচ্ছে  কম্পিউটার এবং অন্যটি হচ্ছে মোবইল । এবং এই দুইটি ডিভাইসেই স্ক্রিনশট নেওয়ার সিস্টেম রয়েছে। প্রথমত আমরা কম্পিউটার সমাপর্কে  আলোচনা করবো এবং পরে মোবাইল  নিয়ে




কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি...

     কম্পিউটা র কয়েকটি উপায়ে স্ক্রিনশট নেওয়অর যায়। যার মাদ্ধে অন্যতম হচ্ছে  আপনার কম্পিউটারের কী-বোর্ডে
র মাদ্ধমে। চলুন তহলে দেখেনেই।-
এক.    আপনি ‍যদি আপনার কম্পিউটারে কিবোর্ড  দিয়ে স্ক্রিনশট নিতে চান তাহলে  আপনার কিবোর্ডের



এই সুইচটি চাপ দিন। এবং দেখান জন্য আপনার নোটপ্যডে গিয়ে পেস্ট করুন। পেস্ট করতে  Ctrl+V  একসাথে চাপদিন।


দুই.  আপনি একটি সফ্টওয়ার এর মাদ্ধমেও সুন্দর করে স্ক্রিনশট নিতে পারেন এবং এই সফ্টওয়ারটি ‍দিয়েও  স্ক্রিনশটটি ইডিট করতেপারেন- সফ্টওয়ারটির নাম হচ্ছে Fast Stone Capture শুধু স্ক্রিনশট নিয়ে ইডিট করতে পারবেন তা নয় বরং এই একই সফ্টওয়ারটি দিয়ে আরো বিভিন্ন স্ক্রিনশটের কাজ করতে পারবেন। সফ্টওয়ারটি ্ডাউনলোড করতে এখনে ক্লিক করুন।







এন্ড্রয়েড মোবাইলে স্ক্রিনশ্ট নেওয়ার পদ্ধতিঃ
আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যাবাহার করি তারা হয়তো আমাদের এন্ড্রয়েড মোবাইরে সুইচ সম্পর্কে
 অবগত নই। আজ আমি এন্ড্রয়েড মেবাইলের সুইচ দিয়ে কিভাবে স্ক্রিনশট ক্যাপচার করে তা যানবো।


মনে রাখবেন এনড্রয়েড মোবাইলের ভিন্নতার কারনে স্ক্রিনশটেরও কিছু ভিন্নতা প্রকাশ পায়। তাই আমি নিম্নে সবগুলি নিয়মই দিয়ে দিলাম। দেখেনিন কোনটায় আপনার মোবাইলে কাজ করে।


  • আপনার মোবাইলটি যদি স্যামসং হয় তবে আপনার মোবাইলের পাওয়ার বাটন সহ হোম বাটন একসাথে চেপে ধরুন। দেখবেন একটা শব্দ হইছে তার পর আপনার গ্যালারিতে গিয়ে দেখুন স্ক্রিনশটটি সেভ হয়ে গেছে।



  • আপনার মোবাইলে যদি পাওয়ার বাটন থাকে কিন্তু হোম বাটন না থাকে তহলে আপনি আপনার মাইলের পাওয়ার বাটন সহ ভলিয়ম ডাউন বাটন একসাথে চেপে ধরুন । এবং দেখবেন যে একটা শব্দহয়েছে তারপর আপানার গ্যালারিতে গিয়ে দেখুন যে একটা স্ক্রিনশট সিভ হয়ে আছে।




এই কয়টা উপায়ে আপনার কম্পিউটারে বা আপনার মোবালে সহজেই স্ক্রিনশট নিতে পারবেন । এছাড়াও আরো কতগুলি সিস্টেম রয়েছে তবে যে কয়টি সিস্টেম দেখিয়েছি এইকয়টাই সবথেকে সহজ।তাই আরনয় দেরি আজই চেষ্টকরে দেখুন এবং শিখে রাখুন হয়তোবা ভবিষ্যতে আপনাকে কাজে দেবে।









কমেন্ট করে যানাবেনে কেমন লাগলো এবং এরকম আরো অনেক টিপ্স পেতে এখানে ক্লিক করুন।





No comments

Theme images by tomograf. Powered by Blogger.