আপনি নিজেই কম্পিউটারের সাধারণ কিছু চিকিৎসা করুন

বর্তমান সময়ে বাজারে বা মর্কেটে খুব উন্নত মানের কম্পিউটার যন্ত্র পাওয়া যাচ্ছে। এবং একই সাথে বর্তমানে বিভিন্ন সমস্যার দেখা মিলতেছে। তাই ভাল পার্সের যেমন শেষ নেই ঠিক তেমনি বড় সমস্যার কোন শেষ নেই। দেখাযাচ্ছে যে অধিকাংশ মানুষের ঘরে আজ কম্পিউটার যন্ত্রটি রয়েছে। আর আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি আমাদের অনেকেই আছি  নতুন । এবং যার ফলে নতুন সমস্যার দেখা মিলার হার হালো বেড়েগেছে। সাধারন সমস্যা নিয়েও অনেকসমসয় আমারা অনেক ঘাবড়ে যাই। এবং মনে রাখবেন যে, আপনার কম্পিউটার কিন্তু আপনি নিজেই হ্যাং করতেছেন বা নষ্ট করতেছেন কারন কম্পিউটার কখনো একা একা নষ্ট হয়না-

আার ঠিক এই জন্যই আমাদের ইক্টু কম্পিউটার  হাতুরে ডাক্তার হওয়া জরুরি।হ্যা এই জন্যই আমর আজকের এই টিপ্স।নিচে কিছু চিকিৎসা দেওয়া হল এই চিকিৎসা গুলো সাধারনত আমাদের জনা একান্তই জরুরি।তো- কথা না বাড়িয়ে চলুন ঝাপিয়ে পরি -


কিছু চিকৎসা:


  • ডাবল ক্লিক করা থেকে বিরত থাকুন: আপনি যদি আপনার কম্পিউটারে কোন এপলিকেশন বা সফ্টওয়ার ওপেন হওয়ার জন্য একবার ক্লিক করেন এবং যদি দেখেন যে, ওপেন হতে সময় লাগছে তাহলে দ্বিতীয়বার আবার ক্লিক করবেন না।কারন হতে পারে এটাই আপনার কম্পিউটার হ্যাং হওয়ার মুল কারন।যে কোন কাজে একবার চেষ্ট করুন এবং এটাতে যদি সময় লাগে তাহলে অপেক্ষা করুন। তা নাহয় হ্যাংয়ের সম্পুখিন হতে পারেন।তাই ডাবল ক্লিক করা থেকে বিরত থাকুন।

  • CD বা DVD ঢুকানোর সময় সতর্ক থাকুন: আমরা অনেকেই আছি যারা, CD  ঢুকিয়েই My computer এ চলে যাই এবং CD, DVD  এর আইকন শো করার আগেই ডাবল ক্লিক করা শুরু করি। সেটি ওপেন করার জন্য। এটা একটি চরম ভুল। বরং আমদের উচিৎ CD বা DVD, DVDরাইটারে রান করানোর আগেই  MY compter থেকে বেরিয়ে আসা এবং যতক্ষন প্রযন্য CD  বা DVD  আইকন শো না করবে ততক্ষন প্রযন্ত অপেক্ষা করা কারন এই সময়টাতে CD  বা DVD টাকে পড়ার জন্য আপনার CD বা DVD ড্রাইভকে একটু সময় দিন। এই সময় My Computer এও না ঢোকা ভাল।

  • র‌্যামের ক্ষমতার উপর নির্ভর করে চালাবেন: আপনার কম্পিউটারের র‌্যমের ক্ষমতা যদি কম হয় তাহলে অবশ্যই সব কাজ আস্তে ধিরে করবেন। এবং একবারেই তারাহুরো করবেননা যদি বেশি তারহুরো করে বার বার ক্লিক করে কাজ করতে জান তাহলেই কিন্তু হ্যাং। তাই চেষ্ট করুন ভাল র‌্যাম ব্যাবহার করার জন্য। আর যদি ভাল র‌্যাম ব্যাবহার করা আপনার পক্ষে সম্ভব নাই হয তাহলে চেষ্ট করুন। সব কাজ আস্তে আস্তে করার ।একদমই তারাহুরো করবেননা কিন্তু... কেমন.....

  • র‌্যাম মুছুন: আপনি যদি আপনার পিসিটি খুলতে জানেন তাহলে অবশ্যই ৩ মাস অন্তর অন্তর আপার পিসির ক্যাসিং খুলে র‌্যাম বের করবেন  এবং এই র‌্যামটি পেন্সিলের কালি মোছা রাবার দিয়ে ভাল করে মুছুন, বিশেষ করে র‌্যামের দাতগুলোকে ভাল করে মুছুন। এতে করে আপনার র‌্যমের কার্যক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং আপনার কম্পিউটারটি হয়ে উঠবে আরো অনেক গতিশিল।

  • ভাইরাসের দিকে খেয়াল রাখুন:  অপনি কম্পিউটার ব্যাবহারে নতুন হন বা পুরাতন হওন একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে, আমাদের কম্পিউটারের অন্যতম সম্যা হচ্ছে কিন্তু ভাইরাস। অনেকেই  আছেন যে, এই ভাইরাসের দিকে একদমই লক্ষ করেননা যার ফলে আপনার কম্পিউটারটি দিন দিন স্লো হতে যাচ্ছে তাই অবশ্যই আপনার কম্পিউটারে এন্টিভাইরাস সেটাপ রাখুন এবং প্রতিদিন অাপনার এন্টিভাইরাস আপডেট দিচ্ছেন কিনা সেদিকেও লক্ষরাখুন।  এবং বিশেষ ভাবে লক্ষ করুন যেন আপনার এন্টিভাইসটি ফ্রি ভার্শন না হয়। কারন কেউ যদি কাউকে ফ্রি কিছু দেয় তাহলে অবশ্যই তার মধ্যে ভেজাল থাকে ...হুমম তাই। আপনার এন্টিভাইরাসটি যদি ফ্রি ভার্শন হয় তাহলে কিন্তু ঠিকভাবে প্রটেকশন দিতে পারবেনা।

  • অতিরিক্ত এপ্স ব্যাবহার থেকে দুরে থাকুন: আবার অনেকেই আছেন যে, বিভিন্ন ধরনের স্টাইলের জন্য কম্পিউটরে বিভিন্ন সফ্টওয়ার ব্যাবহার করেন। কিন্তু অপনি হয়তো চিন্তাও করতে পারবেননা যে, এই অতিরিক্ত এপ্স ব্যাবহারের ফলে আপনার কম্পিউটারে কতোটা চাপ পরতেছে- তাই অতিরিক্ত এপ্স ব্যাবহার থেকে দুরে থাকুন।












অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আরো ভালো ভালো টিপ্স পেতে এখনে ক্লিক করুন।

No comments

Theme images by tomograf. Powered by Blogger.