উইন্ডোজের জানা অজানা কিছু কীবোর্ড শর্টকার্ট

সাধারনত দেখবেন যারা অতি দ্রুত কাজ করে তারা মাউসে হাত কম দেয়। তবে এ কথা একদমই বাস্তব যে, মাউস থেকে কিবোর্ডের শর্টকার্টের মাদ্ধমে আজের গতি আরো 45% বৃদ্ধি করা যায়। আমরা সাই মোটামুটি কিছু না কিছু কীবোর্ড শর্টার্ট জানি। এখানে আমার জানা প্রায় সবগুলো শর্টকার্ট দিলাম্ দেখুন তো জানতেন কিন?

কিবোর্ড শর্টকার্টঃ


  • F1: সাহায্য (Help)
  • CTRL+ESC: Start menu চালু
  • ALT +TAB: চালূ করা প্রোগ্রামগুলো  থেকে বাছাই।
  • SHIFT+DELETE:সরাসরি ফাইল ডিলিট করা।
  • Windows Logo+L:কম্পিউটার লক করা।
  • CTRL+C:কপি
  • CTRL+X: কাট।
  • CTRL+V: পেস্ট।
  • CTRL+B: অক্ষর বোল্ড করা।
  • CTRL+Z: আন্ডু
  • CTRL+U: অক্ষর আন্ডারলাইন করা।
  • CTRL+I: অক্ষর ইটালিক করা বা বাকা করা।
  • SHIFT+right click: অতিকিক্ত শর্টকার্ট সহ মেনু।
  • SHIFT+double click:বিকল্প ডিফল্ট কমান্ড।
  • ALT+double click:প্রোপার্টিজ প্রদর্শন।
  • F10:মেনু বার চালূ করা।
  • SHIFT+F10:নির্বচিন আইটেমের জন্যে শর্টকার্ট মেনু।
  • CTRL+SHIFT+ESC:টাস্ক ম্যানেজার।
  • ALT+DOWN ARROW:ড্রপ ডাউন মেনু খোলা।
  • ALT+TAB:অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে  ALT চেপে ধরে  TAB চাপুন।)
  • SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
  • ALT+SPACE: মেইন উইন্ডোর সিস্টেম মেনু দেখা ।
  • CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
  • ALT+:আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিশ্ট মেনুতে যাওয়া।
  • ALT+F4:বর্তমান উইন্ডো বন্ধ করা।
  • CTRL+F4:একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
  • F2:নির্বাচিত ফাইল রিনেইম করা।
  • F3:ফাইল খোঁজা।
  • F4:অন্য কোন ফোল্ডারে ফাইল মুভ করা।
  • F5:বর্তমান উইন্ডো পিফ্রেশ করা।
  • CTRL+A: ফোল্ডারের সবলো আইটেম নির্বাচন করা।
  • BACKSPACE:পুর্ববর্তি ফোল্ডারে যাওয়অ (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ।
  • Left ALT+LEFT SHIFT+PRICT SCREEN: Toggles high contrast on and off
  • Windows Logo: Start menu
  • Windows logo+M:সব প্রগ্রাম মিনিমাইজ করা।
  • SHIFT+Windows Logo+M:মিনিমাইজ আনডু করা।
  • Windows Logo+D:সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
  • Windows Logo +TAB:টাস্কবার চক্রাকারে দেখা।
  • Windows Logo +Break: System Properties ডায়ালগ বক্স চালু করা
  • Application key: নির্বানি আইটেমের জন্যে শর্টকাট মেনু।
  • Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা।
  • Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা।
  • Windows Logo+C:কন্ট্রোল প্যানেল চালু করা।
  • Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
  • windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা 
  • Windows Logo+I:Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
  • Windows Logo+A: Accessibility Options চালু করা (যদি ইনস্টল করা থাকে)
  • Windows Logo+SPACEBAR: ট্রান্সপারেন্ট করে ডেক্সটপ দেখা।
  • TAB: ডায়াল বক্সে পরবর্তি চ্যাবে যাওয়া।
  • SHIFT+TAB:ডায়অলগ বক্সে পুর্ববর্তি ট্যাবে যাওয়া।
  • SPACEBAR:বর্তমান কন্ট্রোল বাটন হলে ক্লিক করা, যদি অপশন হয় তবে সিলেক্ট করা।
  • ENTER: সিলেক্ট আইটেম ক্লিক করার বিকল্প হিসেবে ব্যাবহার।
  • ESC:Cancle বাটনের বিকল্প হিসেবে ব্যবহার (কিছু কিছু ক্ষেত্রে)









পোস্টেটি পরে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কিন্তু।আরো ভালো ভালো কিছু টিপ্স জানতে এখানে ক্লিক করু।

No comments

Theme images by tomograf. Powered by Blogger.