কম্পিউটারকে আরা গতিশীল ও সুস্থ রাখার কিছু গুরুত্ত্বপুর্ণ টিপ্স

কম্পিউটারকে আরো গতিশীল করুন---


আমারা অনেকেই রয়েছি যে, আমাদের নিত্যদিনের সঙ্গি কম্পিউটারকে সঠিকভাবে ব্যাবহার করতে পারছিনা।কারন অনেক স্লো কাজ করে েএবং দিনে দিনে আমাদের কম্পিউটার আরো স্লোর মোশনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের কথা মাথায় রেখে আজ আমি কিছু টিপ্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যেই টিপ্স গুলি সঠিকভাবে কেউ যদি পালন করেন তাহলে আপনার কম্পিউটারকে আপনি আরো অনেক  গতিশীল করতে পারবেন।  চলুন তাহলে দেখেনেই যেই টিপ্সগুলি-

কিছু দরকারি  টিপ্স:

  • অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন:  কম্পিউাটারের হার্ডডিস্ক জ্যাম করে রাখবেন না। অপ্রয়োজনীয় ফাইল ও জাটা হার্ডডিস্ক থেকে মুছে ফেলুন। কারন আপনার হার্ডজিস্কের যায়গা দিনে দিনে যত কমে যাবে আপনার কম্পিউটার তত স্লো হতে থাকবে। তাই প্রতি সপ্তাহে একবার চেক করুন আপনার হার্ডিস্কে অপ্রয়োজনীয় কোন তথ্য বা কোন ফাইর রয়েছেকিনা। হ্যাঁ যদি এরকম কোন ফাইল বা এরকম কোন তথ্য খুজে পান তাহলে সাথে সাথে তা ডিলেট করে ফেলুন।
  • এন্টিভাইরাস ব্যাবহার করুন:  আপনার কম্পিউটারে যেন ভাইরাস আক্রমন না করতে পারে সেদিকে যথেষ্ঠ খেয়াল রাখুন এবং ভাল মানের এন্টিভাইরাস ব্যাবহার করুন । এবং মনে রাখবেন যে, ফ্রি এন্টিভাইরাস কিন্তু ভালনা। তাই খেয়াল রাখুন যেন আপনার এন্টিভাইরাসটি যেন ফ্রি না হয়। আপনি যদি এন্টিভাইরাস কিনে ব্যাবহার করতে চান তাহলে অবশ্যই দোকান থেকে কিনে তারপর ব্যাবহার করবেন।
  • ওয়েব সাইট ভিজিট: বর্তমানে আমাদের অনেকেরই কম্পিউটার হ্যাং বা স্লো হওয়ার মুল কারন গেয়ে দাড়াচ্ছে ওয়েব সাইট ভিজিট করা নিয়ে । বর্তমান সময়ে আমরা সবাই ইন্টারনেট চালাই, যার ফলে আমাদের হাজারো ওয়েবসাইটে ভিজিট করতে হয়। কিন্তু আমরা অনেকেই রয়েছি, যারা না বুঝে অপরিচিত বিভিন্ন ওয়েবসইট ব্রাউজ করি। যার ফলে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ভাইরাস এসে হানা দেয় যেই কারনে আমাদের অনেক তথ্য নষ্ট হয়ে যায় বা আমাদের কম্পিউটার দিনে দিনে স্লো হয়ে যায়। তাই সাবাই অপরিচিত ওয়েবসাইট থেকে বিরত থাকবেন কিন্তু যদি এই বিরতি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে Internet Security Anti-Virus ব্যাবহার করতে পারেন।
  • ডিফ্রাগমেন্ট চালু: মাসের মদ্ধে কমপক্ষে একবার ডিফ্রাগমেন্ট চালু করুন। এত আপনার কম্পিউটারের বিভিন্ন ডাটা-ও ছড়িয়ে থাকা অংশগুলো একত্রিত হবে ও ডিস্ক স্পেস বাড়াতে সাহাজ্য করব। যার ফলে আপনার কম্পিউটার হয়ে উঠবে আরো চাঙ্গা।
  • অপারেটিং সিস্টেম ইনস্টল বন্ধ করুন: আমাদের মদ্ধে এমন অনেকেই রয়েছেন যারা একটু এডভান্স লেভেলের। কম্পিউটারে কোন সমস্যা দেখা দিলেই উইন্ডোস মারেন। কিন্তু না  এটা ঠিক নয় । সমস্যা গুলি ম্যানুয়ালি ভাবেই সমাধানের চেষ্ট করুন। যদি আপনার পক্ষে সেই সমাধান সম্ভব না হয় তাহলে দক্ষ কাউকে দেখান। এবং বার বার অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়া থেকে বিরত থাকুন। 
  • পেনড্রাইভ দিকে খেয়াল করুন: আপনার কম্পিউটারে কি পেনড্রাইভ ব্যাবহার করেন? যদি করেই থাকেন তাহলে  এন্টিভাইরাস ব্যাবহার করতে ভুলবেননা। কারন পেনড্রাইভ হচ্ছে ভাইরাস ইনপুট অাউটপুটের মুল ডিভাইস এই পেনড্রইভের মাদ্ধমে আমদের দেশের  অধিকাংশ কম্পিউটরেই ভাইরাস আক্রমন করছে। তাই আপনিও সতর্ক হওন। এবং সথাসম্ভব খেয়ালের সাথে পেনড্রাইভ ব্যাবহার করুন। এবং পেনড্রইভটি কম্পিউটারে রান করানোর আগে অবশ্যই স্ক্যান করে নিন। এ বিষয় খেয়াল রাখা আমাদের সবাই জরুরী।
  • পিসি ক্লিয়ার করুন: প্রতি ৫-৬ মাস পরপরই ব্লয়ার মেশিন / ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আপনার পিসির ভিতরের ময়লা গুলি পরিস্কার করুন। তা না হয় আপনার পিসির ভিতরের প্রত্যেকটি যন্ত্র আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। ফলে ম্পিউটারের গতিও দিন দিন কমে যাবে। 
  • UPS ব্যাবহার করুন: অনাকাঙ্খিত শাটডাউন এড়তে অবশ্যই UPS ব্যাবহার করুন। কারন মনেরাখবেন সবসময় কারেন্ট থাকলেও বোল্টেজ কিন্তু ওঠানাম করে (মাঝেমদ্ধে) তাই এই করনে অনেকের পিসি জরে যায়। আর সেই জন্যই আপনি UPS ব্যবহার করুন।












বিঃদ্রঃ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো..... এন্ড্রয়েড মোবাইলের টিপ্স দেখতে এখানে ক্লিক করুন।

No comments

Theme images by tomograf. Powered by Blogger.