অ্যান্ড্রয়েড ফোনের হ্যাং হওয়ার সমস্যা আজই দুর করুন
আপনার মোবাইল কি হ্যাং হয়? নিয়ে নিন সমাধান:-
যাইহোক কথা অনেক বলে ফেল্লাম- এবার কাজের কথায় আসি-
আচ্ছা কখনোকি আপনি চিন্তা করেছেন যে আপনার মোবাইলটি হ্যাং হচ্ছে ক্যান? এর পিছনে এমন কি করন রয়েছে যার কারনে আপনার মোবাইলটি হ্যাং হচ্ছে.....চলুন তাহলে আমরা আগে যেনে নেই হ্যাং হওয়ার কারনগুলি-
হ্যাং সমস্যার কারন:
অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হওয়ার পিছনে যে কারন গুলি লুকিয়ে আছে তা নিম্নে প্রেরন করা হল ।এটি আপনি অবশ্যই মনে রাখবেন।
- আপনার ফোন ম্যামোরি লোড হয়ে গেলে।
- আপনার এক্সটারনাল স্টোরেজ অতিরিক্ত লোড হলে।
- একসাথে অনেকগুলি অ্যাপলিকেশন রান করলে বা চালালে।
- ফোন ম্যামোরিতে বেশি গেমস বা সফ্টওয়ার ইনস্টল করলে।
- অনেক বেশি ফস্টওয়ার ইনস্টল করলে।
- কুকি, ক্যাশ এবং লগ ফাইল বেশি জমে গেলে।
- বড় ধরনের কোন লান্চার ব্যাবহার করলে।
- আপনার মোবাইলের এনিমেশন স্কেল বাড়িয়ে ব্যাবহার করলে।
এই হ্যাং সমস্যার প্রতিকার:
- যতটুকু সম্ভব আপনি চেষ্ট করুন আপনার আপনার মোবাইলে ফোন মেমোরি ফাকা রাখতে। মোবাইলে যত সফ্টওয়ার ইনস্টল করবেন সবগুলি মেমোরিতে করুন। এর কারনে আপনার ফোন মেমোরির উপর থেকে প্রেশার কমে যাবে। যার ফলে আপনি সুন্দর এবং হ্যাং বিহিন একটা মোবাইল ব্যাবহরে সক্ষম হবেন। বলা বাহুল্য যে ইন্টারনাল মেমোরি ফাকা থাকলে আপনার মোবাইলে চাপ কম পরবে। যার কারনে মোবাইল হ্যাং না হওয়ার সম্ভবনাই বেশি।
- অপ্রয়োজনীয় এপ্সগুলিআপনার মোবইল থেকে ডিলেট করুন বা আনইনস্টল করুন। এর ফলে শুধু ফোনমেমোরি নয় রবং আপনার মোবাইলের র্যামও বৃদ্ধি পাবে। আর র্যাম যত ফাকা হবে ফোনের স্পিড তত বেড়ে যাবে যা হয়ত অাপনার যানাই আছে।এই জন্য প্রতি সপ্তাহে আপনার মোবাইলটি একবার চেক করুন যে কোন অপ্রয়োজনীয় এপ্স আপনার মোবইলে ইনস্টল করা রয়েছেকিন।
নোট- যদি এই অপ্রয়োজনীয় এপ্স গুলি আপনার পরে দরকার পরে এমনটা হতে পারে বলে আপনি মনে করেন তাহলে অবশ্যই আপনি এ্কটা কম্পিউটারে বা একটা রিমোভড ম্যামোরিতে এপ্স গুলি রাখেন যখন দরকার পরবে তখন সেখানথেকে নিয়ে আপনি আবার ব্যাবহার করতে পারবেন।
- আপনার মোবাইলের র্যাম যদি কম হয় তাহলে কখনোই ভারি কোন এপ্স আপনির মোবাইলে ইনস্টল করবেননা। এতকরে আপনার এত করে আপনার মোবাইলের হ্যাং সমস্যা খুব সহজেই দুর করতে পারবেন। কারন ভারি কোন এপ্স ব্যাবহার করলে তা আপনার র্যামের উপরই প্রভাব ফেলে যার ফলে আপনার মোবাইলটি দিন দিন স্লো হতে থাকে এবং একসময় দেখাযায় যে আপনার মোবাইলটি হ্যাংয়ের সম্মুখিন হচ্ছে।
- যদি এমনটা হয় যে আপনার এখন বড় ধরনের কোন গেমস বা কোন এপ্স রান করতে হবে বা চালু করতে হবে তাহলে অবশ্যই আপনি খেয়াল রাখুন যে আপনা মোবাইলে আর কোন এপ্স চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে তা অবশ্যই বন্ধ করে নেন। আর আপনার পক্ষে যদি এটা বোঝা সম্ভব না হয় যে, কোন সফ্টওয়ার বা কোন এপ্স চালু আছে তা আপনি বুঝছেননা তাহলে আপনি কয়েকটি সফ্টওয়ার ব্যাবহার করতে পারেন, যার ফলে আপনি কোন বড় ধরনেক এপ্স রান করার সময় ঔ সফ্টওয়ারটি আপনাকে জানিয়ে দিবে যে, আর কোন বড় ধরনের এপ্স আপনার মোবইলে রান করানো আছেকিনা.....
সফ্টওয়ারের নাম: Easy Task Killer,
Advance Task Killer
- প্রতি সপ্তাহে অন্তত একবার চেক করুন যে আপনার মোবইলে কোন অতিরিক্ত এপ্স ইনস্টল করা আছেকিনা। যদি থাকে তাহলে আনইনস্টল করুন। এবং আরো চেক করুন আপনার ফোন মেমোরিতে কোন অপ্রয়োজনীয় ফাইল বা ভিডিও রয়েছে কিনা। হ্যাঁ যদি থাকে থাকে তাহলে অবশ্যই তা ডিলেট করুন। এবং ফোনটি রিবোট করুন।
আশা করি কেউ যদি এই কাজগুলি সঠিক ভাবে করে তাহলে সে অবশ্যই তার মোবাইলকে হ্যাং হওয়ার সমস্যা থেকে রক্ষা করতে পারবে। এবং মোবাইলের গতি বাড়বে দ্বিগুন- তাই চলুন আজই চেষ্ট করি এই কাজগুরি করতে এবং আমদের মোবইলকে হ্যাং হওয়ার সমস্যা থেকে বাচাই।
Hang Device |
বিঃদ্রঃ আরো ভালো ভালো টিপ্স দেখতে এখনে ক্লিক করুন।
অনেক কষ্ট করে লিখলাম তাই কমেন্টে যানাবেন কেমন লাগলো ।
No comments