আর নয় Tender এবার এলো ফেসবুকের ডেটিং অ্যাপ!

মরা যানি ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাদ্ধম। যেখানে একজনের সাথে অন্যজন খুব ভালভাবে যোগাযোগ রাখার মাদ্ধম হিসেবে কাজ করি। এতদিন ফেসবুক আমাদের একজনের সাথে আরেকজনের সাথে শুধু মাত্র যোগাযোগ রাখার-ই ব্যাবস্থা হিসেবে কাজ করেছে। তবে  এবার ফেসবুক এক ভিন্ন চিন্তা ভাবনা নিয়েছে,


        তা হয়তো আমাদের প্রায় সকলেরই অজানা । এবার ফেসবুক যে ফিচারটি নিয়ে আসছে তার বাস্তব রুপ হিসেবে আমরা Tender কে বুঝাতে পারি।  হয়তো আপনি টেনডার সম্পর্কে যানেন , যদি না যানেন তাহলে বলছি। টেনডার এমন একটি ওয়েব সাইট , যেখান থেকে আনেক মানুষ তাদের লাইফ পার্টনার পেয়েছে। অর্থাৎ টেনডার হলো একটি ডেটিং সাইট। [তবে দুঃখের ব্যাপার হলো, টেনডারে অনেক ছেলে মেয়ে সেজে মার্কেটিং করে তাবে তার ৯০% ই বাংলাদেশি ] যাইহোক এবার ফেসবুক নিয়ে আসছে Facebook Dating নামের এমন একটি অ্যাপ যার মাদ্ধমে আপনিও খুজেপেতে পারেন আপনার জীবনসঙ্গি কে । তাহলে প্রস্তুত আছেন তো?

গত বছর এফ৮ ডেভোলপার কনফারেন্সে এই অ্যাপের ঘোঘনা দেন। সেখনে তিনি বিশেষ ভাবে দুইটি কথা বলেছেন যে,

  • ১৮ বছরের নিচে কেউ এই "Facebook Dating"  অ্যাপটি ব্যাবহার করতে পারবে না। 
  • এবং আরো বলেন- এই অ্যাপটি শুধু মাত্র মোবাইলের জন্য, ডেক্সটপে ব্যাবহার যোগ্য নয়।
এটি সম্পুর্ণ বিনামুল্যেই ব্যাবহার করা যাবে। দ্যা ভার্জের সাক্ষাতকারের সময় ফেসবুকের পন্য ব্যাবস্থাপক নাথান শার্প বলেন- আমরা দির্ঘদিন ফেসবুকে ডেটিং নিয়ে আনাগোনা দেখছি। কিন্তু এটি যেহেতু সামাজিক যোগাযোগ মাদ্ধম তাই এখানে Dating রিলেটেড কোন কথা বলার সুযোগ নেই , আর তাই এই কথা ভেবেই নতুন করে শুধু মাত্র ডেটিংয়ের জন্যই আমরা নতুন একটি অ্যাপ্স নিয়ে আসছি যার নাম হবে "Facebook Dating" । এবং আরো যানান বর্তমানে সবথেকে জনপ্রিয় অ্যাপ টেন্ডার এবং বাম্বেলের চেয়েও অনেকগুনে উন্নত হবে আমাদের  " Facebook Dating" অ্যাপ। 



আশা রাখি নতুন এই খবরটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা কমেন্টে যানাতে ভুলবেন না। এ ধরনের নতুন নতুন পোস্ট পেতে এখানে ক্লিক করে  আমাদের সাথেই থাকুন।চাইলে এখানে ক্লিক করে নিচে গিয়ে আপনার ইমেইল দিয়ে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। ধন্যবাদ। 



No comments

Theme images by tomograf. Powered by Blogger.