3D ডেক্সটপ
3D ডেক্সটপ
সাধারনত সব কম্পিউটারগুলিই একই রকম এবং সিস্টেমগুলিও প্রায় সবক্ষেত্রে একই রকম। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে, একই ধরনের কম্পিউটার দেখতে দেখতে আর ভাল লাগছেনা। তাদের কথা মাথায় রেখেই আমি একটি ভিডিও টিওটোরিয়াল বানিয়েছি। এই ভিডিও যদি আপনি সম্পুর্ণ ফলো করেন তাহলে আপনি আপনার কম্পিউটারের হোমস্ক্রিনকে আপনার ইচ্ছা মত সাজিয়ে তুলতে পারেন। এজন্য মাত্র কয়েক মিনিট সময় লাগবে।
যারা একদমই নতুন তাদের কথা চিন্তাকরেই বিশেষ করে এটি বানানো। কারন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে, একদমই নতুন কিন্তু তার কছে কম্পিউটারের একই রকম ডিজাইন আর ভালো লাগছেনা এদিকে তারা নতুন হওয়ার কারনে কোন কিছু কাস্টমাইজও করতে পারছেনা।…… তাই আমি আসা করবো নিচের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কারো হাত, পা ধরতে হবেনা আপনি নিজেই আপনার ডেক্সটপকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। চলুন তাহলে ভিডিও দেখে নেই-
No comments