ইউটিউব ভিডিও থাম্বনাইল বা ভিডিওর চেহারা
ইউটিউব ভিডিও থাম্বনাইল বা ভিডিওর চেহারা
আজই বানিয়ে নিন…. অাপনার ভিডিওর চেহারা!!! কি কথাটি আজব মনে হল?? ভিডিওর চেহারা মানেই হল ভিডিও থম্বনাইল। বর্তমানে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে ইউটিউবে কাজ করেন, এবং তবে যারা নতুন কাজ করছেন ইউটিউবে তাদের অনেকের কয়েকটি কমন সমস্যায় ভুগতে হচ্ছে। যার অন্যতম সমস্যাটির নাম হচ্ছে “ভিউ”। আমরা সঠিক ভাবে কাজ করলেও আমাদের ভিউ বাড়ছেনা অন্যদিকে দেখা যাচ্ছে যে, খুব নরমাল একটা কাজ করেই তাদের ভিডিওর ভিউপ্রায় কয়েক হাজার বা লাখের কাছে। আর এটা সবারই জানা যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হরে প্রথমত তার ১০,০০০ ভিউ প্রয়োযন । অথচ আমাদের সবমিলে ভিউ মাত্র কয়েকশত ।
তাই অনেকেই এ প্রশ্ন করে যে, ভিউ বাড়ানোর উপায়কি। এর উত্তর হচ্ছে-
আপনার ভিডিও থাম্বনাইলের উপর অনেকটা নিরভর করে ভিডিওর ভিউ। ভিডিও চালানোর আগে ভিউওররা যে পিকচারটা দেখতে পায় তাকেই বলে থাম্বনাইল। যে যত সুন্দর থাম্বনাইল বানাতে পারবে তার তত ভিউ। কারন প্রায় সবাই থাম্বনাইল দেখেই ভিডিও ওপেন করে। তাই আমি মনে করবো যে ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই ভাল থাম্বনাইল তৈরি করা শিখতে হবে। এবং থাম্বনাইলের মাদ্ধমেই আমরা আমাদের যে কোন ভিডিওর ভিউ নিমিষেই বাড়াতে পারি।
আশা করছি বুঝতে পারছেন। না বুঝে থাকলে বা বানানোর ইচ্ছা থাকলে এখই দেখে আসুন ভিডিওটি।–
No comments