এবার পরিবর্তন আসছে জিমেইলে । প্রস্তুত তো আপনি?
জিমেইল আসছে এবার পরিবর্তন।
আমরা সবকিছু আপডেট চালালেও জিমেইলটা কিন্তু আগের মতই চালাচ্ছি। হয়তো অাপনি খেয়ার করেছেন। আপডেট জিনিস সহজ হলেও , অামাদের জন্য তা পরিচালনা করা প্রাথমিক অবস্থায় ইক্টু কঠিন ই হয়ে দাড়ায়। প্রতিবছর সব কিছু আপডেট হয় । আর আমরা জানি আপডেট হওয়া মানে কিছু না কিছু পরিবর্তন হওয়া । তবে জিমেইলের কোন পরিবর্তন আমরা এ প্রযন্ত লক্ষ করিনি। তবে এবার জিমেইল টিম জানিয়েছেন তারা এবার পরিবর্তন নিয়ে আসবে জিমেইলেও । তাও আবার খুব শিঘ্রই।
ওয়েব সংস্করণে স্মার্ট রিপ্লের মতো ফিচার যুক্ত হবে যা একদমই নতুন। শুধু তাই নয় বরং জিমেইল থেকে আমরা বর্তমানে যেমন সরাসরি ক্যালেন্ডার ব্যাবহার করতে পারি,ঠিক এরকম অন্যান্য গুগলের অ্যাপ ব্যাবহারের সুযোগ থাকবে।
গুগল জি স্যুট অ্যাডমিনদের কাছে একটি খবর পাঠিয়েছে গুগল ।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ ও নাইট টু ফাইভ গুগল ওই বার্তার তথ্য বিস্লেশন করে জানিয়েছেন, জিমেইলের ডেক্সটপ ভার্সনের নতুন আপডেট আনবে এবং এ সাইট টি কিভাবে আরো সুন্দর করা যায়, সে বিষয়ে চিন্তা করে নতুন আপডেট আনা হবে।সম্পুর্ন নতুন নকশায় বিষয়টি নিশ্চিত করেছে গুগল টিম। এবং তারা আরো বলেছে- জিমেইলে নতুন বড় ধরনের পরিবর্তন আসবে। আর আমরা যারা বাঙ্গালি তারা অনেকেই জিমেইল ব্যাবাহর করি,নতুন পরিবর্তনে অমাাদেরই সব থেকে বেশি ক্ষতি হবে অন্য দেশের তুলনায় । কারন আমরা আপডেট কিছু চালাতে বুঝিনা।
তবে আরো জানিয়েছেন যে, বেশ কিছু সময় লাগবে এ পরিবর্তন আসতে । তাই সাবার এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কারন নতুন পরিবর্তন আসলে আমরা যেন আবার ঘাবড়ে না যাই। তাই মানসিক প্রস্তুতি থাকা উচিত অামাদের। এবং যখন আমাদের চোখে যখন এ পরিবর্তন পড়বে ঠিক তখনই আমাদের উচিত হবে, খুব বেশি ঘাটাঘাটি করে বিষয়টি সম্পুর্ণ আয়ত্ত করা।
আমাদের এই নিউজ টি আপনার কাছে কেমন লাগলো তা যানাতে একদমই ভুলবেন না। এবং যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করুন।
No comments