এবার ডোমেইন কেনা যাবে বাংলা ভাষায়
সবাই ই জানি , যদি আমরা একটি ওয়েবসাইট খুলতে চাই ,তাহলে প্রথমেই আমাদের একটি ডোমেইন কিনতে হয়। এবং ওয়েব সাইটের সাথে ডোমেইনটিকে কানেক্ট করতে হয়। তবে এ ডোমেইন কিন্তু সব সময়ের জন্যই ইংলিশে হয়। কখনো ডোমেইন বাংলায় হয় না। তাই যে ডোমেইন ই আপনি কিনবেন না কেন,তা ইংরেজিতে ই হতে হবে। তবে সমাধান হয়তো মিলেছে এবার।
এখন এই ডোমেইন কে বাংলায় করার সিদ্ধান্ত নিয়েছে , আন্তর্যতিক ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা “ইন্টরনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস” (ICANN) ।
এই ICANN সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছেন , ২২টি ভাষায় তারা ডোমেইন দেওয়ার পরিকল্পনা করছেন। এই অনুমদন হয়ে গেলে ইংরেজিতে ডোমেইন না কিনে বাংলায় ডোমেইন কিনলেও কেনা যাবে এবং তাতে কোন ধরনের সমস্যার সম্মুখিন হতে হবেনা।
এই ICANN সংস্থা পাশাপাশি আরো গুরুত্ব সহকারে দেখছেন যে, কিভাবে এই বাংলা ভাষার ডোমেইন কে আরো কঠর নিরাপত্তার আওতায় আনা যায়। সব কাজ শেষ হলেই ২৪ ঘন্টার যে কোন সময়,যে কোন যায়গা থেকে এই বাংলা ডোমেইন কেনা যাবে। আমরা যারা বাঙ্গালি তাদের জন্য ইন্টারনেট হয়ে যাবে আরো সহজ, নিরাপত্তাময় এবং ঝুকি মুক্ত।
কেমন লেগেছে কমেন্টে যানাতে ভুলবেন না। এবং যদি সম্ভব হয় তাহলে পোস্টটি শেয়ার করুন।
এরকম আরো নিউজ পেরে এখানে ক্লিক করুন।
No comments