মাউস পরিচিতি

মাউস
মাউস সম্পর্কে তেমন কিছু বলার নেই অামার । কারন বর্তমান যুগে প্রায় সবাই ই এ সম্পর্কে ভাল যানেন। তবে যারা টেকনোলোজি বিষয়ে একদম নতুন তাদের কথা মাথায় রেখে আজ লিখলাম। 


    এটি দেখতে অনেকটা ইদুরের মত তাই এর নামকরন করা হয়েছে মাউস। এটির সামনে থেকে  একটি তার সরাসরি কম্পিউটারের সাথে ইউএসবি এর মাদ্ধমে কানেক্ট হয়েছে। আর অন্য প্রান্তের উপর হাত রেখে নড়াচড়া করানো হয় এটাকে। সাধারনত এই মাউসে দুইটি সুইচ থাকে (বামে এবং ডানে)। বাম সাইডের সুইচটাকে বলা হয় লেফ্ট সুচই এবং ডান সুইচটাকে বলা হয় রাইট সুইচ এবং এ দুই সুইচের মাজে একটা চাকার মত থাকে,যেটাকে হুইল বলা হয়, এটা দিয়ে কোন পেজ কে আপ ডাউন করানো হয়। এবং এই হুইলের উপর যদি কেউ একটি ক্লিক করে মাউসটিকে নড়াচড়া করে তাহলে অটোমেটিক ভাবে পেজটি আপ / ডাউন হবে। এবং একটা কথা না বল্লেই নয় তা হল . এই মাউসে লেফ্ট সুইচ ব্যবাহার হয় সিলেক্ট করার ক্ষেত্রে এবং ওপের করার ক্ষেত্রে , যদি কেউ কোন ফোল্ডারে মাউস পয়েন্ট নিয়ে লেফ্ট সুইচ একবার ক্লিক করে তাহলে সে ফোল্ডারটি সিলেক্ট হবে এবং   পরাপর দুইটি ক্লিক যদি কেউ করে তাহলে সে ফাইল টি ওপেন হবে। এবং ডান সাইডের সুইচ হচ্ছে অপশন সুইচ। কোন ফোল্ডারে  মাউস পয়েন্ট রেখে কেউ যদি রাইট ক্লিক করে তাহলে ওই ফোল্ডর সংক্রান্ত যত অপশন আছে তা শো করবে। 



মাউসের ধরন ঃ 

       মাউস সাধারনত দুই ধরনের হয় -
  • ইউএসবি মাউস
  • ওয়ারলেস মাউস
USB মাউস গুলির সাথে তার থাকে এবং এই তার কম্পিউটরের সাথে কানেক্ট করে লাইন আনতে হয়।এবং এর তার যদি ছিরা বা কাটা হয় তখন এর লাইন চলে যায়।  এ মাউসগুলি  সাধারনত নিচের মাউসটির মত দেখতে-   
USB mouse



ওয়ারলেস মাউস :-
        
         ওয়ারলেস মাউস সধারনত ইউএসবি মাউসের মতই দেখতে তবে এর সব থেকে পাওয়ারফুল গুন হচ্ছে এ মাউসের তার থাকে না । এটির সাথে ছোট একটি এডেপটার থাকে , এ এডপটর টি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগালেই মাউসে লাইন চলে আসে। তবে এই মাউসে পেন্সিল ব্যাটারি লাগাতে হয়ে । ব্যাটারি না হলে মাউসে লাইন পাবে না।  এ মাউসগুলি বিভিন্ন স্টাইলের হয়ে থাকে - নিচে দুটি ছবি দেওয়া হল। 
wareless mouse 
wareless mouse

















পোস্টটি কেমন লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং যদি সম্ভব হয় তাহলে পোস্ট টি শেয়ার করুন। 




কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন নতুন এবং চমৎকার তথ্য জানতে এখনে ক্লিক করুন। ধন্যবাদ। 

No comments

Theme images by tomograf. Powered by Blogger.