কম্পিউটার চালানোর সময় যে ৫টি কাজ আপনাকে চরম বিপদে ফেলতে পারে

মরা যারা দীর্ঘ্য সময় কম্পিউটার এর কাজে ব্যস্ত থাকি তারা নিজের অজান্তেই অনেক ভুল করে বসি যা আমাদের সামাজিক মানুষিক ও আর্থিক ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে। এরকম  কিছু ভুল নিয়ে আজ আমরা আলোচনা করবো যেগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি কিন্তু বুঝতেও পারছি না আমাদের ভুল গুলো আশলে কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক আমাদের ভুল গুলো সম্পর্কে আর এখনই সচেতন হওয়া যাক ভুলগুলো থেকে।




প্রথম-
    প্রথমেই আমি বলবো আমরা যারা সারাদিন কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকি তাদের  জন্য জানা দরকার এমন একটি  ভুল। আমরা সকলেই জানি রঙিন টেলিভিশনের স্কিন থেকে এক ধরনের গাম নির্গত হয় যা আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকারক, ঠিক একই ভাবে কম্পিউটারের মনিটর থেকে প্রতিনিয়ত নির্গত হওয়া গাম ও আলোক রশ্মি আমাদের চোখের অনেক ক্ষতি করে আসছে যা আমরা বুঝতেও পারি না।  আশে পাশে খেয়াল করে দেখবেন অনেক কম্পিউটার অপারেটরেই অল্প বয়সে চোখের সমস্যায় এবং মাথা ব্যাথার মত জটিল সমস্যায় ভুগছেন। এর একটাই কারন তিনি দীর্ঘ্য সময়
কম্পিউটার মনিটর এর দিকে তাকিয়ে কাজ করে আসছেন কোন রকম আই প্রটেক্টর ছাড়াই। এ সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য এমসি পাওয়ার এর একটি সানগ্লাস ব্যবহার করতে পারেন যা আপনার চোখকে মনিটর থেকে নির্গত হওয়া গাম ও আলোক রশ্মি থেকে রক্ষা করতে কিছুটা হলেও সাহায্য করবে। তাছাড়া কম্পিউটারে কাজ করার সময় দীর্ঘ্যক্ষন একাধারে কম্পিউটারের দিকে তাকিয়ে না থেকে ১-২ মিনিট অন্তর অন্তর আশে পাশে তাকান তাতে আপনার চোখ অনেকটাই সুরক্ষিত থাকবে।
দ্বিতীয় -
     আমাদের অনেকেই আছে যারা সুযোগ পেলেই অন্য কারো কম্পিউটারে  নিজের ই-মেইল  আইডি ও ফেসবুক লগইন করে সবসময় ব্রাউজিং এবং  ডাউনলোডিং করে থাকেন। কাজ শেষ করে চলে যাওয়ার সময় অধিকাংশ সময় লগ আউট করার কথাটি আমাদের মাথায় থাকে না। সেক্ষেত্রে একটি কথা স্মরনে রাখবেন আপনার ফেসবুক ও ইমেইল আইডি ব্যবহার করে যেকোন সাইবার ক্রাইম এর মত ভয়াবহ কাজ এবং ব্যক্তিগত তথ্য নিয়ে আইনের ফাদে ফেলে দেওয়ার মত ভয়াবহ দুর্ণিতি করে ফেলতে পারে অন্য কেউ। আর তার পুরো দায় ভার আসবে আপনার কাধে।কেননা আমরা আমাদের ফেসবুক ও ইমেইল আডিতে আমাদের সকল তথ্য উল্লেখ করে থাকি।  তাই অন্য কারো কম্পিউটারে নিজের ব্যক্তিগত একাউন্ট লগইন করে কাজ শেষ করার পর অবশ্যই নিজ দায়িত্বে তা অগআউট করুন।বর্তমানে টেলিভিশন ও নিজউ পেপার গুলোতে মোটামোটি নিয়মিত ভাবেই দেখা যায় সাইবার মামলায় আটককৃত খবর।


তৃতীয় -
     সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক দুষ্কিতিকারী ভুয়া একা্উন্ট খুলে আপনার মগজ ধোলাই করে অথবা প্রেমের প্রস্তাব দিয়ে আপনার গোপন ছবি এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে নানা ধরনের সাইবার ক্রাইম ও আপনাকে ব্লাক মেইল করে অর্থ  হাতিয়ে নিতে পারে । সেক্ষেত্রে আপনার সামাজিক ও অর্থনৈতিক জীবন হুমকির মুখে পরে যাবে এমন কি আপনাকে জেল জড়িমানাও  হতে পারে। সেক্ষেত্রে প্রেমের মোহে অথবা ভালো সম্পর্কের জেরে যে কাউকে নিজের ব্যক্তিগত তথ্য বা ছবি  আদান প্রদান থেকে বিরত থাকুন।কেননা একটি কথা স্মরনে রাখা ভালো দুর্ণিতি করা তার পেশা ।তাই আপনি   যদি তার কথা মত কাজ না করেন তাহলে আপনার ছবিও হয়ত পত্র-পত্রিকায় প্রকাশ পেতে পারে আপনার প্রিয় সামাজিক মাধ্যমের বন্ধুর আদলে।



চতুর্থ -
   অামাদের সমাজের তরুন ছেলে মেয়েরা অনেক সময় কম্পিউটার,ল্যাপটপ বা মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে করতে একটা পর্যায় সে, বিভিন্ন পর্ণ সাইটে চলে যায়। এবং সেখানে কিছু সময় ভিজিটের পর তার শারিরিক এবং মানষিক ক্ষতির সম্মুখিন হতে হয়। তবে হুমমম হয়তো এ কথা চিন্তা করেই রবি সিম থেকে বিভিন্ন পর্ণ সাইটে ব্রাউজ বন্ধ করে দিয়েছে।





পঞ্চম -
       আমরা যরা ফেসবুক,ইউটিউব ব্যাবাহর করি, তাদের সময়ের ব্যাপারে অনেক সচেতন হতে হবে।কারন ফেসবুকে বসলে কিভাবে যে আমরা তার উপর আসক্ত হয়ে পড়ি তা অনেক সময় আমরা নিজেরা ই ধরতে পারিনা । তাই কখন যে ঘন্টা কেটে যায় তাও বুঝতে পারিনা । যার করনে অনেক সময় আমাদের ইমপর্টেন্ট কাজ করা থেকে বঞ্চিত হতে হয়। তবে এ কথা বলছি না যে, ফেসবুক বা কম্পিউটরে ব্যাবহার বন্ধ করে দিন। শুধু এতটুকুই বলবো যে,  খেয়াল রাখবেন কখনো যেন কোন বিষয়ে আসক্ত হয়ে না পড়েন। যদি কখনো আসক্ত হয়ে পরেন  তবে  এই মোবাইল বা কম্পিউটার সৃষ্টি করবে  আপার জীবনের  অনেক বাধা । তাই সাবধান।




পোস্টটি কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভার লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।

এধরনের আরো ভাল ভাল পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

No comments

Theme images by tomograf. Powered by Blogger.